কবিতা – ভাসমান

আমি হেঁটে যাই ভেসে ভেসেঅযথাই, তবু হেসেদেখি, কে সে?সে আমায় ভালবেসেবেগুনী চাদর গায়ে এসেআমায় নিয়ে গেলো সব শেষে। আমি হেঁটে যাই ভেসে ভেসেসে পা ঠিকই মাটিতে ঘষেআজ এই নিয়ে চার মাসেগলা চেপে ধরে কেশেবললো, “তোমার জন্য ফেঁসে-“আমি ঘুমের ভান ধরে ভেসেসতরঞ্জের ঘটক বেশেদিবাস্বপ্নের রেশেকোণাকুণি ঘর ধরে এসেনৌকো কেটে ফেলে ধ্বসেরাজা-মন্ত্রীর খেলা দেখি বসেপাশে মাতাপিতা ভেবেContinue reading “কবিতা – ভাসমান”

কবিতা – একদিন

আমরা একদিন বেরুবো সকালেঅকালে, আকাশে- সাদা পাখির ট্রাফিকেসেদিন বজ্রপাতের সিগনালে ভয় পাবেতুমি, আমার কাঁধে ভর দিয়ে চাও তুমি যেদিকে। ✍️ ইতমাম হামী, ১৪-ই জুন, ২০২৩, রাত ১০টা ৫১মিনিট।

কবিতা- গল্প

আমি এক গল্প বলি শুনোআমি কাঁদতে চেয়েও সেদিন পারিনি বুনোহাতির মতো গোঙরাতে বড্ডআমি অন্ধকারে আমার কামরাতে আবদ্ধতবে চেয়েছি তো তাই দিন-কে-দিন আমি মাটির নীচে স্বপ্ন, উপরে ঢেউ টিনসবাই আওড়ায় “আছি”- হাতটা কেউ দিনআমি মাটির নীচে কাব্য, উপরে ঈদের দিন। স্বাভাবিক ই লাগে- যখন শুনি নানুর কাহিনীআমার জন্মে ছিল উৎসাহ, তবে নিশ্চয়তা আনিনি।নীল তার পেঁচানো গলায়Continue reading “কবিতা- গল্প”

Design a site like this with WordPress.com
Get started