কবিতা – ভাসমান

আমি হেঁটে যাই ভেসে ভেসেঅযথাই, তবু হেসেদেখি, কে সে?সে আমায় ভালবেসেবেগুনী চাদর গায়ে এসেআমায় নিয়ে গেলো সব শেষে। আমি হেঁটে যাই ভেসে ভেসেসে পা ঠিকই মাটিতে ঘষেআজ এই নিয়ে চার মাসেগলা চেপে ধরে কেশেবললো, “তোমার জন্য ফেঁসে-“আমি ঘুমের ভান ধরে ভেসেসতরঞ্জের ঘটক বেশেদিবাস্বপ্নের রেশেকোণাকুণি ঘর ধরে এসেনৌকো কেটে ফেলে ধ্বসেরাজা-মন্ত্রীর খেলা দেখি বসেপাশে মাতাপিতা ভেবেContinue reading “কবিতা – ভাসমান”

কবিতা – একদিন

আমরা একদিন বেরুবো সকালেঅকালে, আকাশে- সাদা পাখির ট্রাফিকেসেদিন বজ্রপাতের সিগনালে ভয় পাবেতুমি, আমার কাঁধে ভর দিয়ে চাও তুমি যেদিকে। ✍️ ইতমাম হামী, ১৪-ই জুন, ২০২৩, রাত ১০টা ৫১মিনিট।

কবিতা – ছক্কা দুই

স্বপ্ন এখন ভূত সকালেরখোলা চোখে, বদ্ধ গ্যাসেনির্মমতায় গত সালেরআমায় পিষে, রাতের শ্যাষে – ভড়কে পেটে, কোমড় ধরে,ছক্কা ছিল বিন্দু দূরে।অচেনা মেঘ, ভাঙ অঝোরেডুবলো বলে চেনা সুরে। ✍️ ইতমাম হামী, ১৭-ই জানুয়ারী, ২০২৪, রাত ২টা ৪৫মিনিট।

কবিতাঃ বেগুনী পাখনা/সবুজ প্রেম

আমি শেষ যেদিন তোমার প্রেমে পড়ি সেদিন সূর্য ছিল ঠিক আমার ঘাড়ের উপরে।আমি সাদা শার্ট আর স্যুট হাতে ধরেতোমাকে শেষবারের মত অপেক্ষা করিয়েহাসিমুখে দেই রওয়ানাকিতাবপত্র ঘেটে নেই মানাআমার সাথে ছিল এক বন্ধুআর আচমকা উৎসাহসাক্ষীসাবুদ সব প্রস্তুতআর তাপদাহ। ইতিমধ্যে তুমি হাজির চির-অচেনায়কত মাইল পাড়ি দিয়ে হিসাব চায়দিয়ো না, থাক!যারা অসময়ে পুষে বেড়ায়, তারা চুলোয় যাক।আমরা তোContinue reading “কবিতাঃ বেগুনী পাখনা/সবুজ প্রেম”

হারানো কবিতা

আমি আসব তোমার চোখের পানিতে ভেসে সঙ্গের দ্বীপে কিংবা চার গ্রাম মিলে। হাসব তোমার কাছে এসে বলব আমি হারালাম, তুমি তবু মনে করে নিলে। ✍ ইতমাম হামী, ৩রা অক্টোবর, ২০২৩, রাত ১টা ৯মিনিট।

কবিতা- দেয়াল

আমি বাড়ি ফিরে দেখিসবাই থেকেও খালি এ-কী!আমার মাথার ভেতর খোলা মাঠশুকনো, মরা- চায় ভেজা কাঠভর্তি কোন শোষকযার চোয়ানো পানিতে তোষকআমায় নিয়ে যাবে ঐ স্বপ্নটায়যখন ভেসেছি ইচ্ছা-কল্পনায়খালামনির ডাকেচোরাবালির ফাঁকেভয়ে যদি কেউ টেনে নেয়সমুদ্রতলের কবরেদেয়াল টানা ঢেউ শেষেআমি একলা আমার নিজ বেশেজাগতে চেয়েছি অবেলায়দিন কেটে নিয়ে অবহেলায়আজ ব্যস্ত আখড়ায় নিষ্ক্রিয়আমায় ছেড়ে সব প্রিয়। নিজে নিজে জ্বলে বিশ্বাসীআমিContinue reading “কবিতা- দেয়াল”

রিপু করা কবিতা

রিপুকার তুমি আমায় জোড়া লাগিয়ে দিলে কে বুঝবে এই তালি? ভাবে অভাবী তবু লক্ষ্যভেদী বামদিক দিয়ে ঘুরে সিদ্ধান্ত চিরকালই। ✍ ইতমাম হামী, ২২-ই অগাস্ট, ২০২৩, রাত ১২টা ২২।

কবিতাঃ এই

তোমার ঘ্রাণ দূরে থাক;তার চিন্তায় ই আমি কুপোকাত।তোমার শরীরের আবেশে,তার লোভে আমি শূন্যে বাড়াই হাত। আজ ঘর্মাক্ত নই তবু তোমার ঘামে ডুবেআমি এখনো বেহাল, বিধ্বস্ত।স্বপ্নে দেখিনা দোষ বহুকালতোমার মালিকানায় আমার হস্ত। আমি দূর থেকে কত বিনয়ী,ভদ্র, সংযত, অথৈ।তবে তোমার সংস্পর্শে এসে হিংস্রআমার শালীন-ভঙ্গি সব গেল কই! আমি হতে চাই ক্লান্ত হয়ে পড়তেতোমার বুকে এসে শেষContinue reading “কবিতাঃ এই”

মোহরে দেওয়া কবিতা

লোকালয় এক অভিশাপ সর্বনাশা আমার ভেতর একটাই পাখির বাসা তাতে তুমি বুনেছো সুর, বেঁধেছ দরজা ঠাসা আর আমি মোহরে দিয়েছি তোমায়- খড় তুলে দেওয়ার আশা। ✍ ইতমাম হামী, ২৬-ই জুলাই, ২০২৩, বিকেল ৫টা ৩৫।

তোমার কবিতা

আমি পরোয়া করিনা-করিনা বলে ঘুণে ধরা তোমাকে নিয়েই শেষ পর্যন্ত ভাসতে চেয়েছি। মসৃণতা খোঁজের নাম করে আধুনিকতায় খেই হারিয়ে ফেরীআলার কাছে চেয়েও তোমায় পেয়েছি। ✍ ইতমাম হামী, ২৭-ই মার্চ, ২০২৩, রাত ১টা ৩১ মিনিট।

Design a site like this with WordPress.com
Get started