Wish on a Shooting Star/Giants: A Poem

Vexation is easy to find withinCalling yourself short-tempered as if it were romantic,Choosing to avoid peopleAnd talking to them by identifying as so specific. This is where we overdo thingsRejecting the basics of socializationSpeaking for myself here strictlyI know I regret my decisions. I walk away from a public vehicleJust because they saw me missContinue reading “Wish on a Shooting Star/Giants: A Poem”

কবিতাঃ একটা গান

কাটা হাসির ভক্ত আমি;তাই তোমারও।টানা টানা গলায় কথার মালাকি অদ্ভুত, অসহ্য শোনালো! দেখে ফেলেছি, শুনে ফেলেছি ভুলক্রমে,অনুচিত বুঝেছিলাম দেরীতে।কিছুই করার নেই মস্তিষ্কে গাঁথা ছাড়া সেই দৃশ্য-ওষ্ঠ বেঁকে উঠে যখন তোমার হাসিতে। তোমার কল্পনার অপর নাম ই আমিজানি তবু অপারগ আমি আসামী,দোষেগুণে এখনো সৌন্দর্যের অনুগামী।ভয় করি শুধু আবেগী মিশ্রণ, একটু বদনামী। কি পেলে আমায় ফাঁসিয়ে তুমিতোমারContinue reading “কবিতাঃ একটা গান”

কবিতাঃ কবিতা ২

কবিতা, তুমি ছাড়া ঘুম আসে না এখন রাত নাকি অশান্তির ক্ষণ মনে হয়, কিছু খুচরো পয়সার মুক্তিপণ দিয়ে ভাঙিয়ে নিবে আমার মন। ✍ ইতমাম হামী, ২১ ডিসেম্বর, ২০২২, রাত ২.২০

A Call & An Answer: Poems Alluded

And all the birds have coupled up except you and ICome hither and take me away, don’t be shy. And all the blood’s been imparted on except oursPray for the flowers to wake in the sunny hours. ✍ Ithmam Hami, 17th December, 2022, 04.50 pm She said, “Yes”To my little mess.And now she’s more sureContinue reading “A Call & An Answer: Poems Alluded”

Time: A Poem

Time has no conceptI was backstage a moment, and the very next, on set.Yesterday, I was dreaming of todayAnd just today, I realized it’s been years since then.Yesterdays are all falses and liesA memory that only stumbles and diesIn my head, with the future unfoldLike it was expired, musty and a stale chicken roll. EvenContinue reading “Time: A Poem”

All I Want

This day last year, I quite possibly had the most devastating day in a long time. Everything went spiralling down the gutter in front of my eyes and I could see it all. It almost feels like yesterday and painfully so. I don’t wanna go back to the moment, to relive and revive the memoriesContinue reading “All I Want”

বন্ধ আকাশে পাখির কবিতা

আমার বন্ধ আকাশে শেষমেশ কে আসে বলতে পারি না। তবে আমার বন্ধ আকাশেই যার পাখির জীবন শেষ হবে আমি তার পাখি হতে চাই। ✍ ইতমাম হামী, ১৪ ই ডিসেম্বর, ২০২২, রাত ১১টা।

কবিতাঃ দুর্যোগ

তুমি এক বিপর্যয় ই বটেআমার সরলতায় হানা এক দুর্যোগনা, আমার অভ্যন্তর তোমাকে দেখতে বলিনিতবে তুমি এক বিপর্যয় ই মোটে। তোমার আগমন আমি মানতে পারিনা এখনচলে গেলে যবে তবে আবার ফিরে আসা কেন?কি ইচ্ছা ছিল ঈশ্বরের! নিষিদ্ধতা মেনে নিলো যেনমিটিয়ে দিলে দিতে, সমূলে ধ্বসিয়ে দিতে তখন। ফিরে এলে তবে ফিরিয়ে দিলে না যেআমার মায়া কি তুমিContinue reading “কবিতাঃ দুর্যোগ”

একটি অসুখী ও একটি বিসুখী কবিতা

মেঘের চিল থেকে পড়ে নর্দমার অন্ধকারেকেউ দেখেনি তারার পতন, শুধু চিকচিকে জরির ধার ধারে। আমি তুলসী পাতার রস দিয়ে ডিপ্রেশনের কবিতা লিখিহয়না সুস্থ হওয়া, আরোগ্য ছাড়াই ধৈর্য শিখি। ✍ ইতমাম হামী, ২৭ নভেম্বর, বিকেল ৪.৫৭ ছাই কুড়োনো অভ্যাসেশান ফুরোনোর ত্রাসেক্যালাডিয়ামের নির্যাসেসে আবার ফিরে আসে। ✍ ইতমাম হামী, ২৯ নভেম্বর, ২০২২, রাত ১১.২৯

Design a site like this with WordPress.com
Get started