কবিতাঃ বেগুনী পাখনা/সবুজ প্রেম

আমি শেষ যেদিন তোমার প্রেমে পড়ি সেদিন সূর্য ছিল ঠিক আমার ঘাড়ের উপরে।আমি সাদা শার্ট আর স্যুট হাতে ধরেতোমাকে শেষবারের মত অপেক্ষা করিয়েহাসিমুখে দেই রওয়ানাকিতাবপত্র ঘেটে নেই মানাআমার সাথে ছিল এক বন্ধুআর আচমকা উৎসাহসাক্ষীসাবুদ সব প্রস্তুতআর তাপদাহ। ইতিমধ্যে তুমি হাজির চির-অচেনায়কত মাইল পাড়ি দিয়ে হিসাব চায়দিয়ো না, থাক!যারা অসময়ে পুষে বেড়ায়, তারা চুলোয় যাক।আমরা তোContinue reading “কবিতাঃ বেগুনী পাখনা/সবুজ প্রেম”

মোহরে দেওয়া কবিতা

লোকালয় এক অভিশাপ সর্বনাশা আমার ভেতর একটাই পাখির বাসা তাতে তুমি বুনেছো সুর, বেঁধেছ দরজা ঠাসা আর আমি মোহরে দিয়েছি তোমায়- খড় তুলে দেওয়ার আশা। ✍ ইতমাম হামী, ২৬-ই জুলাই, ২০২৩, বিকেল ৫টা ৩৫।

কবিতা- তুমি আমার সমুদ্র

আমি সমুদ্র যেতে পারিনি বলেসমুদ্র আমি হারাইনি।না, সমুদ্র আমার সাথেই ছিলো।সমুদ্র আমায় ডেকেছিলো৷ আমি যখন ডাকে সাড়া দেইনিসমুদ্র কেঁদেছিলো৷বলতে পারো, সমুদ্র তো সবসময় ই কাঁদেনোনাজল আলাদা করবে কি করে?আমি বলি, তুমিই আমার সমুদ্র। তোমার অভিমান জোয়ারের জল হয়ে পড়েআছড়ে আমার উপরে৷তোমার রাগ ঢেউ খেলে যায় আমার সৈকতেবিষুব অক্ষ বরাবরে। সব ভুলে গিয়েও- বাতাসে তোমার ঘ্রাণContinue reading “কবিতা- তুমি আমার সমুদ্র”

কবিতা- আমি তোমায় ভালবাসবোই

উড়ন্ত সেতুর কিনারেকিংবা স্বর্গ দেখা মিনারেগ্যাযিবোর রেড়িং, উপরে ছাদমোহনার ল্যান্ডস্কেপ, নীচে বাঁধআমি তোমায় ভালবাসবোই। করিনা কারো পরোয়ামানুষ তো দুনিয়ায় এক সোয়াশুধু হয়ে নিক কাবিননামাশেরওয়ানী না হোক; না পাজামাশার্ট খোলা, ভেতরে নীল গেঞ্জিবাবুর্চিকে দিয়ে ভেংচিআমি আমার করে নিবোই- তোমাকে। লুকানোর ইচ্ছে এখন মৃতইচ্ছে থাকলে ভালভাবেই নিতোসে যে-ই হোক, যত বড় হস্তী-বোদ্ধাআমি তোমার কারণে আজ যোদ্ধাআমি তোমায়Continue reading “কবিতা- আমি তোমায় ভালবাসবোই”

কবিতা- আমি যা না

আমি তো তুমি না।আমি তোমার দিন ও নাপদ্মপাতায় আসীন ও নানা, আমি কিছুই না। আমি সুখ নাজানো? আমি দূষিত মৃত্যুতে শোক নাসুঁচের উপর ঝোঁক নাতবে কয়লা কপাল লোক ও না। আমি ঠিক নাযা চায় বলে নিক নাআমি তো পাখনা সাদা অলীক নাঝাপসা চোখে শালিক ও না। আমি ঘুরে উড়া আগুন নাআমি ঘুণে ধরা সেগুন নাআমিContinue reading “কবিতা- আমি যা না”

কবিতাঃ আড়ম্বর

ইচ্ছার অভাবঅথবা মৃত্যুভয়-কোনটাই আমায় এগুতে দিচ্ছে না।না উৎপাদনে,না মূলোৎপাটনে। আমি শিকড়সংস্কৃতি নামক কারাগারেদেখি সমসাময়িকদের সাময়িক উত্তেজনা।রহস্য উদঘাটনচাই উৎপাত উৎসাদন। কেন এই সরল সমীকরণেজটিল সংখ্যার আনয়ন?কেন অবাস্তব অস্তিত্বের জঞ্জালেবাস্তবতার জলাঞ্জল? ঘরোয়া আসন ছেড়েজড়োয়া আসর সেরেনীড়ে ফিরে গিয়ে কি শান্তি আর?দুনিয়া তখন অন্যায় রঙিনসত্ত্বা, সত্যিই সঙ্গীন। আমি ডাক দিই পেছন থেকেপ্রতিদিন, স্রষ্টা ডেকেআসলটা জানান দিতে ওদের৷সত্য নয়,Continue reading “কবিতাঃ আড়ম্বর”

আড়াই-টি কবিতা

ভাষা দুইয়ে এলোমেলো চেয়ে আমায় নিয়ে ফেলো বাতাবরণ কেমন যেন আমার স্মরণ এমন কেন? ✍ ইতমাম হামী, ৮-ই ফেব্রুয়ারী, ২০২৩, বিকাল ৩টা ২৩ মিনিট। আমি সামনে থেকে “একটু পর” আমি লোভ দেখিয়ে আড়াই ঘর পেছন থেকে শেষ প্রহর গুণে ক্লান্ত কানে তোমার স্বর। ✍ ইতমাম হামী, ১০-ই ফেব্রুয়ারী, ২০২৩, রাত ১২টা ৫৩ মিনিট। নিয়ন লাইটContinue reading “আড়াই-টি কবিতা”

কবিতাঃ হাত ধরার স্বপ্ন

তুমি কি স্বপ্ন দেখেছিলে আমারটাই?দাবার ঘুটি হয়ে কেটে দিয়েছিলাম যখন সবাইকেএক এক করে।অবাক চোখমিষ্টিমুখহাসিতে আটখানা।মোবাইল হাতে নিয়ে বুনেছিলে জালসুরটা অজানাআমার; তাই দেইনি আমি তাল। তুমি কি স্বপ্ন দেখেছিলে আমারটাই?ফুটবলে লাথি মেরে উড়িয়ে দিয়েছি যখন সব সম্পর্কনা চাইতেও।তীব্র, তীব্র ঝাপটারাস্তায় পাটিসাপটাদোকান বসিয়েছিলে আশা নিয়ে খুব।আমি আসিনিআমি দিয়েছি এক ডুবতোমায় ভালবাসিনি। তবু, তুমি কি স্বপ্ন দেখেছিলে আমারটাই?ট্রেনেরContinue reading “কবিতাঃ হাত ধরার স্বপ্ন”

মাটির কবিতা

তুমি আঁকড়ে আমার লাশ হাতে জীবনানন্দ দাশ ঠিক দুপুর বারোটায় আমাদের চোখাচোখি হবে একদিন। তুমি ভাসবে আসমান ঘরে ছাই-কঙ্কালের ভরে কারণ, আমি মাটির নীচে তখন তিন-তিন। ✍ ইতমাম হামী, ১লা ফেব্রুয়ারী, ২০২৩, রাত ১০টা ৫৮ মিনিট।

কবিতাঃ দৃষ্টিপাত

জানালা ঘুরে ফিরে ভিজে মাটির গন্ধজানান দেয় বৃষ্টিপাত, মাটির দোকান বন্ধনীল মেঘে অশ্রুপাত, আমার বুক অন্ধনিঃশ্বাসে রক্তপাত, হাওয়ায় ভরাট রন্ধ্র। তড়িৎ গতি বোঝাপড়ায় আমার নেই অংশজানান দেয় বজ্রপাত, তান্ডবে ছাই বংশঅকাল বনে গর্ভপাত, শীতের শখ হংসঅবক্ষয়ে আলোকপাত, আমার হোক ধ্বংস। ✍ ইতমাম হামী, ১৯ ই অক্টোবর, ২০২২

Design a site like this with WordPress.com
Get started