হারানো কবিতা

আমি আসব তোমার চোখের পানিতে ভেসে সঙ্গের দ্বীপে কিংবা চার গ্রাম মিলে। হাসব তোমার কাছে এসে বলব আমি হারালাম, তুমি তবু মনে করে নিলে। ✍ ইতমাম হামী, ৩রা অক্টোবর, ২০২৩, রাত ১টা ৯মিনিট।

Overachieved!

God tests people with different attributes and events throughout a lifetime. I’ve been tested with pseudo-intellect my entire life and I’m still under the same scrutiny which boggles my mind to this day. I can’t seem to wrap my head around as to why I’ve been chosen for such a path. Well, sometimes, I can-Continue reading “Overachieved!”

দ্বিবচন ০১

নিভৃতে, নিশ্বব্দে তাদের আবির্ভাব। পরিপার্শ্বের আয়োজনে এক ঘন সমাগম হয়। অতিরিক্ততায় মুখর থাকে নিথর পরিবেশ। নীল অরণ্যে সবুজ নদের প্রবাহ টিকে আছে। আপন মানুষের ভীড়ে দূরের পাড়ের দৃশ্য আর চোখে লাগে না। জীবন সমুদ্র মেঘের উপর ভেসে থাকে। ঘুম থেকে ডেকে তোলে আমায় সত্যটা। আর বাকী কাজ করে মিথ্যা স্বপ্ন।.তারা আমায় ডেকে তুলে৷ তারা আমায়Continue reading “দ্বিবচন ০১”

ধূসরিত

দুর্দান্ত কিছু মৃত্যু দেখেছি। আত্মাগুলো কান্নায় ভাঙে, প্রতিটা দিন। কাউকে কোন দোষ দেবার অধিকার হারিয়েছি জন্মের পরেই। প্রথম নিশ্বাসেই পার করে ফেলেছি নিষ্পাপত্বের মাপকাঠি৷ তবুও অসহায় চোখ খুঁজে বেড়ায় চোখের নীচে কালি ফেলার আশা।.ধূর্ত বারুদের পিছে এক উষ্ণ হাতের ছোঁয়া তো থাকেই৷ সেই হাত আবার অদৃশ্য হলে যত বিপদ! খুঁজে পাওয়া যায়না সত্যটা। শুধু নিরন্তরContinue reading “ধূসরিত”

একজন “সেদিনের লোক”

১. ২০১৮ সাল। তখন মুখে দাঁড়ি উঠলো মাত্র। শুরুতে খোঁচা খোঁচা দাঁড়ি হওয়ায় গালে ভালই চুলকানি ছিল। এখন দাঁড়ি মাশা আল্লাহ বেশ লম্বা হলো বলে। কিন্তু বর্তমানে আমি ছাড়া বাকি সবার চুলকায় আলহামদুলিল্লাহ। ২. আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন বোরহান উদ্দীন শুভ্র। অন্য অসংখ্য রাতের মত সেদিন ও হালকা বৃষ্টিতে মেহেদীবাগের রাস্তা দিয়ে হাঁটা। বন্ধুContinue reading “একজন “সেদিনের লোক””

Design a site like this with WordPress.com
Get started