কবিতা- তুমি আমার সমুদ্র

আমি সমুদ্র যেতে পারিনি বলেসমুদ্র আমি হারাইনি।না, সমুদ্র আমার সাথেই ছিলো।সমুদ্র আমায় ডেকেছিলো৷ আমি যখন ডাকে সাড়া দেইনিসমুদ্র কেঁদেছিলো৷বলতে পারো, সমুদ্র তো সবসময় ই কাঁদেনোনাজল আলাদা করবে কি করে?আমি বলি, তুমিই আমার সমুদ্র। তোমার অভিমান জোয়ারের জল হয়ে পড়েআছড়ে আমার উপরে৷তোমার রাগ ঢেউ খেলে যায় আমার সৈকতেবিষুব অক্ষ বরাবরে। সব ভুলে গিয়েও- বাতাসে তোমার ঘ্রাণContinue reading “কবিতা- তুমি আমার সমুদ্র”

কবিতাঃ তোমাকে ছাড়া শেষ দিন

তোমাকে ছাড়া শেষ যুহরেআমি আদিখ্যেতায় আসন্ন প্রহরেসন্দেহ আর দ্বিধাদ্বন্দেভুগে তবুও এক না-জানা আনন্দে! তোমাকে ছাড়া শেষ আসরেচিন্তা আমার অসম্ভব বাসরের!সব যেন অপূর্ণতার গল্পতবু আক্ষেপ আমার খুব-ই অল্প! তোমাকে ছাড়া শেষ মাগরীবআমি মাথায় পরে নির্লিপ্ততার পাগড়িআত্মবিশ্বাসের শেরওয়ানি-গায়ে দেখে তুমি নির্ভীক; আমি জানি। তোমাকে ছাড়া শেষ ইশায়ভয়ের সাথে রোমাঞ্চ মিশায়পথে কত কাঁটা কালান্তর!দুই আত্মা মিলায় দুই মেরুContinue reading “কবিতাঃ তোমাকে ছাড়া শেষ দিন”

কবিতাঃ অন্ধ

না চাইতেই সব মেনে নেয়এ কেমন অন্ধ সে!আমার হাড়ে হাড়ে যে উদ্ভট অন্যায় আন্দোলন সে কি দেখে না?একেই বোধয় ভক্তি বলে, আমার প্রাপ্য আমার ই অজানা৷গ্রীক হতে চাও না রোমান?ব্যাবিলনীয় নাকি অটোমান?যত সভ্যতা, যত বর্ষসব পেরিয়ে তোমার উৎকর্ষ। আমি তোমায় খুন করতে চেয়েছিমাথা পেতে নিয়েছ।আমি তোমায় পান করতে চেয়েছিগলে পড়ে গিয়েছ। এ কেমন অন্ধ তুমি!Continue reading “কবিতাঃ অন্ধ”

কবিতাঃ হরিণ

ঠিক কতটা অবুঝ হলে আমি তোমার জন্যে অপেক্ষা করতাম প্রতি সপ্তাহে!ঠিক বৃহস্পতিবারতোমার স্কুলের শেষ ঘন্টার সাথেসব লজ্জা উপেক্ষা করে আবার। আর যেদিন কথা হলো আমাদেরপাঁচ বছর পর প্রথমঅথবা একেবারেই প্রথম, পরিচয়ের দেরআমি খতম- একেবারে খতম! ভগ্ন আশায় একটু জ্বালানিদাও দাও করে আমি ফিরে যাই তোমার ফেরোমনেতুমি নদী- তাই ঢেলে দিয়ে সব পানিঠেলেছ আমায় দূরত্বে, আমিContinue reading “কবিতাঃ হরিণ”

Design a site like this with WordPress.com
Get started