কবিতাঃ দৃষ্টিপাত

জানালা ঘুরে ফিরে ভিজে মাটির গন্ধ
জানান দেয় বৃষ্টিপাত, মাটির দোকান বন্ধ
নীল মেঘে অশ্রুপাত, আমার বুক অন্ধ
নিঃশ্বাসে রক্তপাত, হাওয়ায় ভরাট রন্ধ্র।

তড়িৎ গতি বোঝাপড়ায় আমার নেই অংশ
জানান দেয় বজ্রপাত, তান্ডবে ছাই বংশ
অকাল বনে গর্ভপাত, শীতের শখ হংস
অবক্ষয়ে আলোকপাত, আমার হোক ধ্বংস।

✍ ইতমাম হামী, ১৯ ই অক্টোবর, ২০২২

Published by Ithmam Hami

Escapist | Anti-liberal | Straight Edge | Genetic Non-freak | Lucid Dreamer

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started