মাটির কবিতা

তুমি আঁকড়ে আমার লাশ হাতে জীবনানন্দ দাশ ঠিক দুপুর বারোটায় আমাদের চোখাচোখি হবে একদিন। তুমি ভাসবে আসমান ঘরে ছাই-কঙ্কালের ভরে কারণ, আমি মাটির নীচে তখন তিন-তিন। ✍ ইতমাম হামী, ১লা ফেব্রুয়ারী, ২০২৩, রাত ১০টা ৫৮ মিনিট।

কবিতাঃ দৃষ্টিপাত

জানালা ঘুরে ফিরে ভিজে মাটির গন্ধজানান দেয় বৃষ্টিপাত, মাটির দোকান বন্ধনীল মেঘে অশ্রুপাত, আমার বুক অন্ধনিঃশ্বাসে রক্তপাত, হাওয়ায় ভরাট রন্ধ্র। তড়িৎ গতি বোঝাপড়ায় আমার নেই অংশজানান দেয় বজ্রপাত, তান্ডবে ছাই বংশঅকাল বনে গর্ভপাত, শীতের শখ হংসঅবক্ষয়ে আলোকপাত, আমার হোক ধ্বংস। ✍ ইতমাম হামী, ১৯ ই অক্টোবর, ২০২২

Design a site like this with WordPress.com
Get started